হোম > সারা দেশ > কুমিল্লা

ইফতার সামগ্রীতে কাপড়ের রং, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নানা অনিয়মের বিরুদ্ধে কুমিল্লায় নিত্যপণ্যের বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। জিলাপিতে কাপড়ের রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি, অতিরিক্ত মূল্যে ব্রয়লার মুরগি বিক্রিসহ বেশ কিছু অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

আজ শনিবার দুপুরে নগরীর টমছম ব্রিজ বাজার ও ঝাউতলা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিলাপিতে কাপড়ের রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করায় বাদুরতলা এলাকার নারায়ণগঞ্জ সুইট মিটকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ও ২০ কেজি নিম্নমানের লবণ ধ্বংস করা হয়। অতিরিক্ত মূল্যে ব্রয়লার মুরগি বিক্রি করায় টমছম ব্রিজ এলাকার ইনসাফ ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকায় মা বাবার দোয়া সোনালী হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অতিরিক্ত মূল্যে বেগুন বিক্রি করায় ছালাউদ্দিনের সবজির দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইফতার বাজারে সচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় স্বাস্থ্য পরিদর্শক একে আজাদ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান মাসে ভোগ্যপণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা অসৎ উপায় অবলম্বন করে পণ্য বেচা-বিক্রির ক্ষেত্রে কোনো ভোক্তা যাতে প্রতারণার শিকার না হয়, সে জন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। এ ছাড়া ইফতারের বাজারে স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রি করতে সচেতনতামূলক প্রচারণা করা হয়।’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার