হোমনায় মহান শহীদ দিবসে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের অপরাধে মো. মনির হোসেন (১৮) নামের এক যুবককে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকলে উপজেলার কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান তাঁকে এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত মো. মনির হোসেন (১৮) উপজেলার কাশিপুর-কৃষ্ণপুর গ্রামের কবীর হোসেনের ছেলে।
বিদ্যালয়ের শিক্ষক জানান, ‘শহিদ দিবসের অনুষ্ঠানে মনির ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করছিলেন। তখন শিক্ষকেরা তাঁকে আটক করে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনিরকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ নিয়ে জানতে চাইলে ইউএনও ইউসুফ হাসান বলেন, ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলের অনুষ্ঠানে মনি ছাত্রীদের উত্যক্ত করেন। তখন বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁকে আটক করেন। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাঁকে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়।’