হোম > সারা দেশ > কুমিল্লা

শহীদ দিবসের অনুষ্ঠানে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের জেল

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

হোমনায় মহান শহীদ দিবসে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের অপরাধে মো. মনির হোসেন (১৮) নামের এক যুবককে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকলে উপজেলার কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান তাঁকে এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত মো. মনির হোসেন (১৮) উপজেলার কাশিপুর-কৃষ্ণপুর গ্রামের কবীর হোসেনের ছেলে।

বিদ্যালয়ের শিক্ষক জানান, ‘শহিদ দিবসের অনুষ্ঠানে মনির ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করছিলেন। তখন শিক্ষকেরা তাঁকে আটক করে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনিরকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ নিয়ে জানতে চাইলে ইউএনও ইউসুফ হাসান বলেন, ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলের অনুষ্ঠানে মনি ছাত্রীদের উত্যক্ত করেন। তখন বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁকে আটক করেন। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাঁকে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার