হোম > সারা দেশ > কুমিল্লা

কুবি শিক্ষার্থীবাহী বাসে ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে শহরে যাওয়ার পথে শালবন বিহারের পেছনে হাজী ভিলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির চালকের আসনে থাকা চালকের সহকারী মোহাম্মদ রাকীব (১৯) আহত হন। 

দুর্ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা বাসগুলোর একটিকে হাজী ভিলা সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয় ৷ এ সময় মাইক্রোবাসের সহকারী মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। তখন বিশ্ববিদ্যালয়ের বাসটি ধীর গতিতে থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কেবল মাইক্রোবাসটির সম্মুখ অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাইক্রোবাসে থাকা চালকের সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে কুবির পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, ‘এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মাইক্রোর হেলপার দিয়ে তাঁরা মাইক্রোটি চালাচ্ছিল। এ জন্য এ রকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের ড্রাইভারদের সঙ্গে বসব, যেন তারা এই সরু রাস্তাগুলোতে যথাসম্ভব সাবধানতা অবলম্বন করে চালায়। 

কুবি প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, যেহেতু মাইক্রোটি সহকারী চালক চালাচ্ছিল তাহলে দোষ ওই চালকেরই ছিল। প্রশাসন বিষয়টা বিস্তারিত ভাবে জেনে ব্যবস্থা নিবে। যদি আমাদের বাস ড্রাইভারের দোষ হয় তাহলে তার বিরুদ্ধেও সিদ্ধান্ত নেওয়া হবে। 

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক