হোম > সারা দেশ > কুমিল্লা

চালককে মারধরের প্রতিবাদে তিতাসে সড়ক অবরোধ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লায় হোমনা-ঢাকা সুপার সার্ভিসের চালক মো. জাকির হোসেনকে (৩৩) মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিতাস উপজেলার গাজীপুর বাজার স্টেশনের সড়ক অবরোধ করেন তাঁরা। 

চালক জাকির মারধরের বিষয়টি তাঁর স্বজনদের জানালে স্থানীয়দের নিয়ে সড়ক অবরোধ করেন। এদিকে তিতাস থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বিচারের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। তবে হোমনা-ঢাকা সুপার সার্ভিস চলাচল বন্ধ রয়েছে। 

মারধরের শিকার সুপার সার্ভিসের গাড়িরচালক জাকির হোসেন বলেন, ‘সকাল ৯টার দিকে মোটরশ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন এসে সিরিয়ালের গাড়ি ছাড়ার সময় হওয়ার আগেই অন্য গাড়ি ছাড়ার নির্দেশ দেন। এ সময় আমি বলেছি, এখনো সময় হয়নি। সঙ্গে সঙ্গে তিনি আমাকে এলোপাতাড়ি মারধর করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ 

আরেক গাড়ির চালক কালন মিয়া বলেন, ‘কোনো কারণ ছাড়াই জাকির ড্রাইভারকে মারধর করেছে সালাহউদ্দিন। তাঁর (সালাউদ্দিন) মতো এমন উচ্ছৃঙ্খল ব্যক্তি মোটরশ্রমিক নেতা থাকলে কেউ গাড়ি চালিয়ে শান্তি পাবে না। তিনি একজন চাঁদাবাজ।’ 
 
এ বিষয়ে তিতাস থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। বিক্ষোভকারীদের বুঝিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করি।’ 

এ বিষয়ে জানতে হোমনা-ঢাকা মোটরশ্রমিক সভাপতি সবুজ সিকদারকে একাধিক মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক