হোম > সারা দেশ > কুমিল্লা

চালককে মারধরের প্রতিবাদে তিতাসে সড়ক অবরোধ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লায় হোমনা-ঢাকা সুপার সার্ভিসের চালক মো. জাকির হোসেনকে (৩৩) মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিতাস উপজেলার গাজীপুর বাজার স্টেশনের সড়ক অবরোধ করেন তাঁরা। 

চালক জাকির মারধরের বিষয়টি তাঁর স্বজনদের জানালে স্থানীয়দের নিয়ে সড়ক অবরোধ করেন। এদিকে তিতাস থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বিচারের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। তবে হোমনা-ঢাকা সুপার সার্ভিস চলাচল বন্ধ রয়েছে। 

মারধরের শিকার সুপার সার্ভিসের গাড়িরচালক জাকির হোসেন বলেন, ‘সকাল ৯টার দিকে মোটরশ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন এসে সিরিয়ালের গাড়ি ছাড়ার সময় হওয়ার আগেই অন্য গাড়ি ছাড়ার নির্দেশ দেন। এ সময় আমি বলেছি, এখনো সময় হয়নি। সঙ্গে সঙ্গে তিনি আমাকে এলোপাতাড়ি মারধর করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ 

আরেক গাড়ির চালক কালন মিয়া বলেন, ‘কোনো কারণ ছাড়াই জাকির ড্রাইভারকে মারধর করেছে সালাহউদ্দিন। তাঁর (সালাউদ্দিন) মতো এমন উচ্ছৃঙ্খল ব্যক্তি মোটরশ্রমিক নেতা থাকলে কেউ গাড়ি চালিয়ে শান্তি পাবে না। তিনি একজন চাঁদাবাজ।’ 
 
এ বিষয়ে তিতাস থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। বিক্ষোভকারীদের বুঝিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করি।’ 

এ বিষয়ে জানতে হোমনা-ঢাকা মোটরশ্রমিক সভাপতি সবুজ সিকদারকে একাধিক মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক