হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় হত্যা মামলায় দুই শিশুকে ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় শিশু রাশেদ হোসেনকে (১৫) গলা কেটে হত্যার দায়ে দুই শিশু মো. জাহিদুল ইসলাম রাসেল ও মো. হাফিজুর রহমান আরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম রাসেল (১৭) এবং একই জেলার সদর দক্ষিণ উপজেলার বানীপুর পশ্চিম পাড়ার মো. হাফিজুর রহমান আরিফ (১৫)।

মামলার বিবরণ থেকে জানা গেছে, নিহত রাশেদ কুমিল্লা বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার লিঃ ফ্যাক্টরির টুস্টিং বিভাগের শ্রমিক ছিল। সে সদর উপজেলার গোবিন্দপুর আঃ রশিদ ছেলে। ২০১৯ সালের ২৮ এপ্রিল দুপুরে রাশেদ কর্মস্থলের উদ্দেশে বাসা হতে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি। পরদিন সকালে সদর দক্ষিণ উপজেলার ৩ নম্বর গলিয়ারার ফুলতলীর একটি পুকুর থেকে রাশেদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পরদিন এ ঘটনায় নিহতের বোন নীপা আক্তার বাদী হয়ে নিহত রাশেদের দুই সহকর্মী মো. আরিফ হোসেন ও মো. রাসেল মিয়াকে আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেন।

আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘রাষ্ট্রপক্ষ ২০ জন সাক্ষির মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শিশু আইনে তাদের প্রত্যেককে ১০ বছরের আটকাদেশ এবং প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ