কুমিল্লা মহানগরীর উনাইসারে নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজে চাঁদা না দেওয়ায় মালিক পক্ষের তিনজনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে উনাইসারের মাহাবুব বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন নগরীর ২০ নং ওয়ার্ডের উনাইসারে প্রবাসী বিল্লালের নির্মাণাধীন বিল্ডিংয়ে দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবি করে আসছিল পার্শ্ববর্তী ২১ নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুরের হোসেনসহ তার দলবল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে হামলা চালিয়ে উনাইসারের শাহাদাত হোসেন, বাক্প্রতিবন্ধী কানন ও রকিবুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়।
মামলার বিষয়টি কুমিল্লা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন।