হোম > সারা দেশ > কুমিল্লা

দুই তোশক থেকে ৩০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তোশকের ভেতর গাঁজা পাচারকালে মনু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা টানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

এ সময় তার পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে দুই তোশক থেকে ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। আটক হওয়া মনু মিয়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শিশির ঘোষ। এ ছাড়া উপপরিদর্শক এএসআই দীন মোহাম্মদ এ অভিযানে সহযোগিতা করেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘একটি মাদক কারবারি চক্র সীমান্ত এলাকা থেকে পিকআপ ভ্যান নিয়ে চান্দলা টানা ব্রিজ হয়ে যাওয়ার পথে আমরা আটক করি। এ সময় ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে সেনাবাহিনীর পোশাকের মতো খাকি কাপড়ের তৈরি দুটি তোশকের ভেতরে থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তখন মনু মিয়াকে আটক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়ে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।’

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার