আসন্ন ইউপি নির্বাচনে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন বাবা ও ছেলে। দুজনই চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। বাবা বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে হয়েছেন বিদ্রোহী প্রার্থী। তাঁরই ছোট ছেলে জহিরুল ইসলাম হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এই ঘটনা ঘটেছে কুমিল্লার তিতাস উপজেলার ৬ নম্বর ভিটিকান্দি ইউনিয়নে। এ নিয়ে উপজেলার বিভিন্ন খানে চলছে আলোচনা সমালোচনা।
শেষ পর্যন্ত এই প্রতিদ্বন্দ্বিতা তাঁরা করবেন কিনা জানতে চাইলে আবুল হোসেন মোল্লা মুঠোফোনে বলেন, 'এসব বিষয়ে পরে কথা বলব।'
একই বিষয়ে জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'যাচাই বাছাইয়ের পর সিদ্ধান্ত নেব।'
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক অনুষ্ঠেয় তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।