হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নারী নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় সাহেদা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। 

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মায়ের দোয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাহেদা বেগম নামে এক নারী নিহত হন। আহত হয় অন্তত ১৭ জন। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুর উদ্দিন বলেন, ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

চৌদ্দগ্রাম হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত একজন নিহতের খবর রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত