হোম > সারা দেশ > কুমিল্লা

ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে ভাই-বোনের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

নানার বাড়িতে এসে কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। তারা উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ড গ্রামের আনিসুর রহমানের মেয়ে আনিকা রহমান অরণ্যা (১৮) ও ছেলে তানভীর রহমান (১৬)। 

গুণবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তফা কামাল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, নানার বাড়িতে বেড়াতে আসে আনিকা রহমান অরণ্যা ও তানভীর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে শখের বসে মামাতো ভাইসহ পরিবারের ছয়জন খাটরা গ্রামসংলগ্ন ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণে বের হয়। একপর্যায়ে দুপুরের দিকে প্রবল বাতাসে নৌকাটি উল্টে নদীতে ডুবে যায়।

এ সময় চারজন সাঁতরে প্রাণে বাঁচলেও অরণ্যা ও তানভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামের কয়েকজন উদ্ধার অভিযানে নামে নদীতে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে তানভীর রহমানকে উদ্ধার করা হয়। পরে ৯৯৯-এ ফোন করা হলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৫টায় আনিকা রহমান অরণ্যার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার মো. নূর জালাল প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করি। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এনে বিকেল ৪টা ৫০ মিনিটে অরণ্যার লাশ উদ্ধার করা হয়।’

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা