হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় প্রবাসীর নিখোঁজ স্ত্রীর বস্তাবন্দী লাশ মিলল সেপটিক ট্যাংকে

বুড়িচং ও কুমিল্লা প্রতিনিধি

ফেরদৌসী বেগম। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামের এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ফেরদৌসী বেগম ওই গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শামসুল আলমের স্ত্রী। তাঁদের চার সন্তান রয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গত শুক্রবার গৃহবধূ ফেরদৌসী বেগম নিখোঁজ হন। তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে স্থানীয়রা বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি নির্জন বাগানের সেপটিক ট্যাংকে বস্তাবন্দী লাশের সন্ধান পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আজিজুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগেই তাঁকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

নিহতের ছেলে ইকরামুলের অভিযোগ, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের সূত্র ধরেই হত্যাকাণ্ডের কারণ থাকতে পারে বলে তাঁদের ধারণা।

ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও আরেক প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার