হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে ট্রাকচাপায় ৬ জন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাটিবাহী ট্রাক চাপায় ছয় সিএনজি আরোহী নিহতের ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত অটোরিকশা চালক জুলহাস মিয়ার ছেলে স্বপন মিয়া বাদী হয়ে ট্রাকের অজ্ঞাতনামা চালককে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মামলা বুড়িচং থানায় দায়ের হলেও মামলাটি তদন্ত করবে ময়নামতি হাইওয়ে পুলিশ। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক খোরশেদ আলম জানান, ঘটনার পরপরই ড্রাম ট্রাক চালক পালিয়ে যায়। মামলা দায়েরের পর থেকে ড্রাম ট্রাক চালককে গ্রেপ্তারের একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। 

উল্লেখ্য, গত শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুতবাগান এলাকায় কুমিল্লার বুড়িচংয়ে মাটিবাহী ড্রাম ট্রাক চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ৬ জন নিহত হয়। 

এদিকে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিনিয়ত চলছে অবৈধ যানবাহন। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তা ছাড়া মাটিবাহী ট্রাকটি নম্বর বিহীন রেজিস্ট্রেশন ছাড়া কীভাবে সড়কে চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। 

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক