হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

দেবিদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে ভিমরুলের কামড়ে মো. তানভীর হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় শিশুটির নানার বাড়ি জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তানভীর হোসেন দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর এক মাস আগে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নানার বাড়ির আঙিনায় একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিল সে। এ সময় হঠাৎ ওই গাছে থাকা ভিমরুল তাকে কামড়াতে শুরু করে। পরে শিশুটিকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

তানভীরের কাকা মো. হিমেল বলেন, নানার বাড়ির আঙিনায় একটি গাছের নিচে দাঁড়ানো ছিল তানভীর। অন্য ছেলেরা খেলছিল। কে বা কারা ভিমরুলের বাসায় ঢিল ছুড়লে একঝাঁক ভিমরুল উড়ে তানভীরকে কামড়ায়। এ সময় অন্য ছেলেরা দৌড়ে পালিয়ে গেলেও তানভীর বয়সে ছোট হওয়ায় দৌড়াতে পারেনি।

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার