হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

দেবিদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে ভিমরুলের কামড়ে মো. তানভীর হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় শিশুটির নানার বাড়ি জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তানভীর হোসেন দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর এক মাস আগে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নানার বাড়ির আঙিনায় একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিল সে। এ সময় হঠাৎ ওই গাছে থাকা ভিমরুল তাকে কামড়াতে শুরু করে। পরে শিশুটিকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

তানভীরের কাকা মো. হিমেল বলেন, নানার বাড়ির আঙিনায় একটি গাছের নিচে দাঁড়ানো ছিল তানভীর। অন্য ছেলেরা খেলছিল। কে বা কারা ভিমরুলের বাসায় ঢিল ছুড়লে একঝাঁক ভিমরুল উড়ে তানভীরকে কামড়ায়। এ সময় অন্য ছেলেরা দৌড়ে পালিয়ে গেলেও তানভীর বয়সে ছোট হওয়ায় দৌড়াতে পারেনি।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক