হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

দেবিদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে ভিমরুলের কামড়ে মো. তানভীর হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় শিশুটির নানার বাড়ি জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তানভীর হোসেন দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর এক মাস আগে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নানার বাড়ির আঙিনায় একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিল সে। এ সময় হঠাৎ ওই গাছে থাকা ভিমরুল তাকে কামড়াতে শুরু করে। পরে শিশুটিকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

তানভীরের কাকা মো. হিমেল বলেন, নানার বাড়ির আঙিনায় একটি গাছের নিচে দাঁড়ানো ছিল তানভীর। অন্য ছেলেরা খেলছিল। কে বা কারা ভিমরুলের বাসায় ঢিল ছুড়লে একঝাঁক ভিমরুল উড়ে তানভীরকে কামড়ায়। এ সময় অন্য ছেলেরা দৌড়ে পালিয়ে গেলেও তানভীর বয়সে ছোট হওয়ায় দৌড়াতে পারেনি।

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত