হোম > সারা দেশ > কুমিল্লা

স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালকের পক্ষে কাজ করছে প্রশাসন, অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক হামিদ লতিফ ভূইয়া কামালের (আনারস) পক্ষে কাজ করছে প্রশাসন। এমন অভিযোগ করেছেন প্রতিদন্দ্বী চেয়ারম্যান প্রার্থী এ এন এম মইনুল ইসলাম (হেলিকপ্টার)। আজ সোমবার কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। 

সংবাদ সম্মেলনে এ এন এম মইনুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামালের পক্ষে কাজ করছে প্রশাসন। তাঁকে যেকোনোভাবে জয়ী করতে এবং আমাকে নির্বাচনী মাঠ থেকে সরাতে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমার নির্বাচন পরিচালনা কমিটির লোকসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। বাড়ি বাড়ি গিয়ে ডিবি পুলিশ পরিচয়ে তাদের উঠিয়ে আনছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে আমলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে। তিনি নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার দাবি জানান এবং এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা দিয়েছেন বলে জানান। 

অভিযোগের বিষয়ে পুলিশ সুপার আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ এন এম মইনুল ইসলাম তথ্য দিয়েছেন ও অভিযোগ করেছেন। গ্রেপ্তারের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি, সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় কুমিল্লার বরুড়া উপজেলাসহ সদর দক্ষিণ উপজেলায় ভোট গ্রহণ ২১ মে মঙ্গলবার।

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার