হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে মাদক কারবারি ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দিতে নিজের মাদক কারবারি ছেলেকে ইয়াবাসহ পুলিশে ধরিয়ে দিয়েছেন এক নারী। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ওই নারী পুলিশে খবর দিলে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রাম থেকে তিনটি ইয়াবাসহ তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম মুন্না মিয়া (৩৩)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়াজী বলেন, ‘মুন্না নারায়ণগঞ্জে থাকত। কয়েক বছর হলো সে এলাকায় এসে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে। তার কারণে এলাকার যুবসমাজ নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি। এর আগে আমরা সামাজিকভাবে কয়েকবার বসে তাকে সতর্ক করেছি। কিন্তু কোনো কাজে আসেনি। আজ তার মা পুলিশকে ফোন করে তাকে ধরিয়ে দিয়েছে।’ 

এ বিষয়ে মুন্না মিয়ার মা কুলসুম আক্তারের বরাত দিয়ে পুলিশ বলছে, মুন্না ইয়াবা-ফেনসিডিল সেবন করে তাঁর মাকে মারধর করতেন। আজ তিনি ঘরে ইয়াবা সেবন করার প্রস্তুতি নিলে, তাঁর মা নিজে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। 

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তিনটি ইয়াবা বড়ি ও মাদক সেবনের সরঞ্জামসহ মুন্নাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত