হোম > সারা দেশ > কুমিল্লা

টানা ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ শুরু 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজপুর রেল স্টেশন এলাকায় টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোররাত সাড়ে ৩টায় রাজাপুর রেল স্টেশনের আউটার সিগনালে প্রবেশের পূর্বে বগি তিনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

রাজাপুর রেলস্টেশন মাস্টার রেজাউল কমির বলেন, প্রায় এক কিলোমিটার দূরে বগি লাইন থেকে পড়ে যায়। অনেকটা দূর এগিয়ে এসে রাজাপুর রেলস্টেশনের প্রবেশমুখে আউটার সিগনালের আগে মাঝখানের দুটি বগি উল্টে যায় ও একটি বগি কাত হয়ে যায়। দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে, কুমিল্লা স্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও শশীদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়ে। 

রেলস্টেশন মাস্টার আরও বলেন, এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কুমিল্লা রেলস্টেশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মজুমদার বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেন ভোররাত সাড়ে ৩টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ভোর ৪টার দিকে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক