হোম > সারা দেশ > কুমিল্লা

টানা ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ শুরু 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজপুর রেল স্টেশন এলাকায় টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোররাত সাড়ে ৩টায় রাজাপুর রেল স্টেশনের আউটার সিগনালে প্রবেশের পূর্বে বগি তিনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

রাজাপুর রেলস্টেশন মাস্টার রেজাউল কমির বলেন, প্রায় এক কিলোমিটার দূরে বগি লাইন থেকে পড়ে যায়। অনেকটা দূর এগিয়ে এসে রাজাপুর রেলস্টেশনের প্রবেশমুখে আউটার সিগনালের আগে মাঝখানের দুটি বগি উল্টে যায় ও একটি বগি কাত হয়ে যায়। দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে, কুমিল্লা স্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও শশীদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়ে। 

রেলস্টেশন মাস্টার আরও বলেন, এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কুমিল্লা রেলস্টেশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মজুমদার বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেন ভোররাত সাড়ে ৩টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ভোর ৪টার দিকে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের