হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং দমনে রাতভর পুলিশের অভিযান

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে রাতভর অভিযান। ছবি: আজকের পত্রিকা

কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে ঈদুল আজহার পর থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাতভর অভিযান চালাচ্ছে পুলিশ। দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাত ১০টা থেকে ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করছে।

অভিযান চলাকালে পাড়া-মহল্লা, রাস্তার মোড়, দোকানপাট ও সড়কের পাশে আড্ডায় থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হয়। সদুত্তর পেলে তাদের ছেড়ে দেওয়া হলেও ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং রাত ৯টার পর ঘরের বাইরে না থাকার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, অপ্রয়োজনে রাত ৯টার পর কোনো কিশোর আড্ডায় ধরা পড়লে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কয়েকজন কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে রাতভর অভিযান। ছবি: আজকের পত্রিকা

এই উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে। স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকেরা পুলিশের এ ধরনের পদক্ষেপের প্রশংসা করে জানান, কিশোরদের সঠিক পথে ফেরাতে এমন অভিযান অব্যাহত রাখা জরুরি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীন বলেন, ‘ঈদের পর থেকে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে একাধিক দল মাঠে কাজ করছে। প্রথম পর্যায়ে সতর্ক করা হচ্ছে, পরবর্তী পর্যায়ে নিয়ম ভাঙলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।’

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক