হোম > সারা দেশ > কুমিল্লা

লাইফ সাপোর্টে আলী আশরাফ এমপি, চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 

প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো. আলী আশরাফ এমপিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আলী আশরাফ এর একমাত্র ছেলে এফবিসিসিআই এর পরিচালক ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক মো. আলী আশরাফের শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত বুধবার বিকেল ৩টায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান তিনি।

বৃহস্পতিবার বেলা ১ টা ৪৫ মিনিটে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুঠোফোনে আলী আশরাফ এমপি’র ছেলে মুনতাকিম আশরাফ টিটুর সঙ্গে কথা বলেন। তিনি এ সময় আলী আশরাফ এমপির শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

আলী আশরাফ গলব্লাডারের স্টোন সংক্রান্ত সমস্যায় সমগ্র শরীরে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। গত ৯ জুলাই তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১১ জুলাই থেকে তাঁকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হয়।

তিনি কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন ৷ ২০০০ সালে ডেপুটি স্পিকার নির্বাচিত হন অধ্যাপক মো. আলী আশরাফ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এদিকে শুক্রবার (২৩ জুলাই) মুনতাকিম আশরাফ টিটু তাঁর পিতার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। 

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক