হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ৫ গরুর

প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ৫টি গরুর। আজ সোমবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন মিয়া বাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আহাম্মদ মশিউল আলম।

ক্ষতিগ্রস্ত গরুর মালিক ফরিদ মজুমদার (৬৫) জানান, প্রতিদিনের মতো গরু ৫টি নিয়ে মাঠে যাচ্ছিলেন তিনি। কিছু দূর যাওয়ার পর পল্লী বিদ্যুতের একটি খুঁটির নিচে আসার পর একটি গরু মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে। পরবর্তীতে একই কায়দায় অন্য ৪টি গরুর ছটফট করে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তিনি লক্ষ্য করে দেখেন, খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। তিনি প্রাণ ভয়ে ঘটনাস্থল ত্যাগ করে আশপাশের লোকজনকে বিষয়টি অবগত করেন। গরুগুলো ছিল তাঁর একমাত্র সম্বল। এক সঙ্গে ৫টি গরুর মৃত্যুতে তিনি এখন সহায় সম্বলহীন বলে জানান।

খবর পেয়ে কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন। চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার বলেন, পল্লী বিদ্যুতের খাম খেয়ালির জন্যই অসহায় কৃষক ফরিদ মিয়া মজুমদারের গরুগুলোর প্রাণ গেছে। পল্লী বিদ্যুতের উচিত এর ক্ষতিপূরণ দেওয়া।

মিয়া বাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আহাম্মদ মশিউল আলম বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে খুঁটির ওপর থেকে একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। বিষয়টি স্থানীয়ভাবে আমাদের না জানানোর কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।

পল্লী বিদ্যুতের কুমিল্লা অঞ্চলের জিএম মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্টের সাপেক্ষে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক