হোম > সারা দেশ > কুমিল্লা

ক্ষমা চাইলেন হোমনার ইউপি চেয়ারম্যান

প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

হেমনায় করোনা ভাইরাসের গণ টিকা কেন্দ্রে সিরিঞ্জ হাতে এক নারীকে টিকা পুশের অভিনয়ের ছবি ফেসবুকে আপলোড করায় হোমনার ইউপি চেয়ারম্যান ক্ষমা চেয়েছেন। 

আজ সোমবার ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিনি ওই নারীর শরীরে করোনা ভাইরাসের টিকা পুশ করেননি। টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী জালাল উদ্দিন নারীর শরীরে টিকা পুশ করেন। পরে জালাল উদ্দিনের হাত থেকে ইনজেকশনের সিরিঞ্জটি হাতে নিয়ে নারীকে তিনি টিকা দিচ্ছেন এমন অভিনয় করে একটি ছবি তোলেন। সেই ছবি তিনি নিজের ফেসবুক ওয়ালে আপলোড করেননি বলেও জানান তিনি। 

কামরুল ইসলাম জানান, ওই দিন গণ টিকা কেন্দ্রের কাছাকাছি একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি মোবাইল ফোনটি তাঁর ভাতিজা কাউসার মিয়ার কাছে রেখে সংঘর্ষ বন্ধ করতে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ভাতিজা কাউসার মিয়া ওই ছবিটি ফেসবুকে আপলোড করেন। 

হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন, গণ টিকা কেন্দ্রে ইউপি চেয়ারম্যান এক নারীর শরীরে টিকা পুশ করছে এমন ছবি ফেসবুকে আসার পর ওই ইউনিয়নের টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী জালাল উদ্দিনকে গত তিন দিন আগে শোকজ করা হয়। স্বাস্থ্য সহকারী জালাল উদ্দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই শোকজের লিখিত জবাব দিয়েছেন। এতে তিনি বলেন, ওই নারীর শরীরে তিনি নিজেই টিকা পুশ করেছেন। তিনি টিকা পুশ করার পর ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম তাঁর হাত থেকে সিরিঞ্জ নিজের হাতে নিয়ে একটি ছবি তুলেছেন মাত্র। 

জালাল উদ্দিন চেয়ারম্যানের হাতে সিরিঞ্জ দেওয়া ভুল হয়েছে মর্মে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন। স্বাস্থ্য সহকারী জালাল উদ্দিনকে ক্ষমা করলেও তিনি যে ভুলটি করেছেন সেটি তাঁর সার্ভিস বুকে লিপিবদ্ধ থাকবে। সে যদি পরবর্তীতে আবার এ ধরনের কোনো ভুল করেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর ব্যাপারে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে। 

উল্লেখ্য, গত সাত আগস্ট উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম ইউনিয়ন পরিষদের গণ টিকা কেন্দ্রে সিরিঞ্জ হাতে নিয়ে এক নারীর শরীরে টিকা পুশ করছেন এমন ছবি চেয়ারম্যানের ফেসবুকে আপলোড হয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়। 
 
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, যে নারীর শরীরে ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম করোনার টিকা পুশ করার ছবি ফেসবুকে আপলোড করেছেন। সেই নারী যেখানে থাকেন তাকে সেখানে তার খোঁজ নেওয়া হয়েছে। তাকে সেখানে পাওয়া যায়নি। ওই নারী কোথায় আছেন তার খোঁজ নেওয়া হচ্ছে। 

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, ইউনিয়নের টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মীকে শোকজ দেওয়া হয়েছে। 

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার