হোম > সারা দেশ > কুমিল্লা

প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুই দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে। কারণ, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে ব্যবসা-বাণিজ্য ও আসা-যাওয়া করতে হবে।’

আজ বুধবার দুপুরে কুমিল্লার দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজপ্রযুক্তি ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ সময় মন্ত্রী বলেন, ‘নেতিবাচক রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলে না। আমি সবাইকে নেতিবাচক পথ বাদ দিয়ে ইতিবাচক পথে এসে আলোচনার মাধ্যমে সমাধান করে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য অনুরোধ করছি।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন হোক, আলোচনা হোক, দেশে নিয়ম আছে, আইন আছে ও সংবিধান আছে। আমাদের নির্বাচন কমিশনও আছে। ফুটবল খেলার রেফারি লাগে, এ জন্য আমাদের রেফারি কমিশন আছে। সেগুলো মানতেই হবে। রেফারি মানবে না বলে যে খেলা চলে না, পৃথিবীতে এমন কোথাও এমনটি চলে না।’ 

মেলার উদ্বোধন শেষে সরকারি ও বেসরকারি স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রী। উক্ত মেলায় ফলজ, কৃষি যন্ত্রপাতি, মাছ ধরার পদ্ধতি, বিভিন্ন বীজের দোকানসহ প্রায় অর্ধশতাধিক স্টল রয়েছে।

সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের