হোম > সারা দেশ > কুমিল্লা

‘১ মাসের মধ্যে সাবেক মেয়রদের দুনীতির শ্বেতপত্র প্রকাশ করব’

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র সাক্কু একজন দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ হিসেবে তাঁকে আপনাদের সামনে চিহ্নিত করব এবং প্রমাণ দেব। প্রমাণ দিতে না পারলে নির্বাচন থেকে সরে দাঁড়াব। শুক্রবার বিকেলে নগরীতে শাসনগাছা বাসস্ট্যান্ডে এক পথ সভায় এসব কথা বলেন কুসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।

নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে সকাল ১১টা থেকে গণসংযোগ শুরু করেন। ২২ নম্বর ওয়ার্ডের পদুয়ারবাজার, দৈয়ারা, ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী, ২৪ নম্বর ওয়ার্ডের রামপুর, গন্ধমতি, রশিদ সর্দারের বাড়ি, বিশ্ববিদ্যালয় মোড় এলাকায়ও পথ সভা করেন।

আরফানুল হক রিফাত বলেন, ‘বিগত মেয়র কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। ১৫ জুনের নির্বাচনে মা-বোনদের নিয়ে নৌকায় ভোট দিন। আমি মেয়র নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশন থেকে দুর্নীতি উচ্ছেদ করব।’

রিফাত আরও বলেন, ‘নির্বাচিত হলে ১ মাসের মধ্যে বিগত দিনের মেয়র যে দুর্নীতি করেছে তার শ্বেতপত্র প্রকাশ করব। আমার শতভাগ প্রত্যাশা, এবার কুমিল্লার মানুষ জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেবে। দুর্নীতির বিরুদ্ধে গণ রায় দেবে কুমিল্লার জনগণ। আমি মেয়র নির্বাচিত হলে আমার নেতা হাজি আকম বাহাউদ্দিন বাহারের সঙ্গে যে অঙ্গীকার করেছি—সততার সঙ্গে সিটি করপোরেশন চালাব।’

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক