হোম > সারা দেশ > কুমিল্লা

‘১ মাসের মধ্যে সাবেক মেয়রদের দুনীতির শ্বেতপত্র প্রকাশ করব’

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র সাক্কু একজন দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ হিসেবে তাঁকে আপনাদের সামনে চিহ্নিত করব এবং প্রমাণ দেব। প্রমাণ দিতে না পারলে নির্বাচন থেকে সরে দাঁড়াব। শুক্রবার বিকেলে নগরীতে শাসনগাছা বাসস্ট্যান্ডে এক পথ সভায় এসব কথা বলেন কুসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।

নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে সকাল ১১টা থেকে গণসংযোগ শুরু করেন। ২২ নম্বর ওয়ার্ডের পদুয়ারবাজার, দৈয়ারা, ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী, ২৪ নম্বর ওয়ার্ডের রামপুর, গন্ধমতি, রশিদ সর্দারের বাড়ি, বিশ্ববিদ্যালয় মোড় এলাকায়ও পথ সভা করেন।

আরফানুল হক রিফাত বলেন, ‘বিগত মেয়র কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। ১৫ জুনের নির্বাচনে মা-বোনদের নিয়ে নৌকায় ভোট দিন। আমি মেয়র নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশন থেকে দুর্নীতি উচ্ছেদ করব।’

রিফাত আরও বলেন, ‘নির্বাচিত হলে ১ মাসের মধ্যে বিগত দিনের মেয়র যে দুর্নীতি করেছে তার শ্বেতপত্র প্রকাশ করব। আমার শতভাগ প্রত্যাশা, এবার কুমিল্লার মানুষ জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেবে। দুর্নীতির বিরুদ্ধে গণ রায় দেবে কুমিল্লার জনগণ। আমি মেয়র নির্বাচিত হলে আমার নেতা হাজি আকম বাহাউদ্দিন বাহারের সঙ্গে যে অঙ্গীকার করেছি—সততার সঙ্গে সিটি করপোরেশন চালাব।’

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত