হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় অস্ত্র মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আব্দুল করিম (৪৮) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আতাকরা গ্রামের বাসিন্দা। 

মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালে ১৫ মে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি আতাকরা গ্রামে ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল করিমকে আটক করে। পরে তাঁর বাসা থেকে রিভলবার উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার কনকাপৈত পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র মজুমদার বাদী হয়ে আতাকরা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. নবী (২৭) ও মৃত ননা মিয়ার ছেলে আ. করিম (৪৮), নারায়ণ করার মৃত সেলিম চৌধুরীর ছেলে মো. সোহেল (২৪), কেছকিমুড়ার মৃত ইউনূছ মিয়ার ছেলে মো. মনির (২৮), মৃত মোকছেদুর রহমানের ছেলে আ. রহিম (৪২), আবুল খায়েরের ছেলে মো. দুলাল মিয়া (২৪) ও আতাকরার আনু মিয়ার ছেলে হাবিবকে (২৯) আসামি করে মামলা দায়ের করেন। 

মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম বলেন, ১৫ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পলাতক আসামি আব্দুল করিমকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেন আদালত।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার