হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পৃথক হত্যা মামলায় ২ আসামির ফাঁসির আদেশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পৃথক হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালে চান্দিনা জরুন্ডা গ্রামে ১১ বছরের কিশোর মাসুদকে মাহফিল থেকে আসামি রবিউল ডেকে নিয়ে আলুখেতে ধর্ষণ করে। ওই কিশোর বিষয়টি বাসায় জানাবে বললে মাসুদের লুঙ্গি ছিঁড়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। 

অপর দিকে ২০০৯ সালের অপর মামলায় চান্দিনায় মুজিবুর রহমানের বাড়িতে কয়েকজন ডাকাত ঢোকে। বাড়ির একজন ডাকাতদের দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে মুজিবুর ডাকাত দলের সদস্য জলিলকে ধরে ফেললে তিনি তাঁকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই মুজিবুর মারা যান। 

মামলার সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম জানান, ২০১৫ সালের মামলায় ১৭ জন সাক্ষী এবং ২০০৯ সালের মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন। শুনানির সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি জলিল রায়ের সময় অনুপস্থিত ছিলেন।

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার