কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে গুণবতী রেলওয়ে স্টেশন আউটারে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুপুর পৌনে ১টার দিকে স্টেশন আউটারে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। নিহত নারীর পরিচয় শনাক্ত করতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে কার্যক্রম শেষে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।