হোম > সারা দেশ > কুমিল্লা

এশিয়া প্যাসিফিক সীড অ্যাসোসিয়েশন সদস্য নির্বাচিত ড. আলী আফজাল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কৃষিবিদ সীডের চেয়ারম্যান ড. আলী আফজাল এশিয়া প্যাসিফিক সীড অ্যাসোসিয়েশন সদস্য নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার থাইল্যান্ডের এক কনভেনশন হলে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক সীড অ্যাসোসিয়েশন সম্মেলনে এক্সিকিউটিভ বোর্ডের নির্বাচনে সারা বিশ্বের সকল ভোটারের সর্বোচ্চ ভোট ও সামর্থনের ভিত্তিতে এক্সিকিউটিভ কমিটির মেম্বার নির্বাচিত হোন তিনি।

সূত্র জানিয়েছে, এশিয়া প্যাসিফিক সীড অ্যাসোসিয়েশন সারা বিশ্বের বীজ ব্যবসায়ীদের বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বীজ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ বিষয় নিয়ে কাজ করছে।

ড. আলী আফজাল জানান, এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এশিয়া প্যাসিফিক সীড অ্যাসোসিয়েশন কর্তৃক আরোপিত সকল দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব। বিশেষ করে বাংলাদেশের বীজ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ সর্বাত্মক চেষ্টা করব। তিনি সকল ভোটার বিশেষ করে বাংলাদেশের এশিয়া প্যাসিফিক সীড অ্যাসোসিয়েশন প্রতিনিধি, সকল বীজ ব্যবসায়ী প্রতিনিধি ও তাদের বিদেশী বীজ পার্টনার এবং সকল শুভাকাঙ্খীদের কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিনিধিরা তার জয় হওয়ার ব্যাপারে যে পরিশ্রম করেছে তা সত্যি প্রশংসনীয়।

উল্লেখ্য, ড. আলী আফজাল বাংলাদেশ কৃষিবিদ গ্রুপের প্রতিষ্ঠাতা, যেখানে প্রায় ৩৩টি সিস্টার কোম্পানী রয়েছে। তাঁর নেতৃত্বে কৃষিবিদ গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি সম্পর্কিত কোম্পানিতে পরিণত হয়েছে। খাদ্য নিরাপত্তা ও দারিদ্র দূরীকরণে কৃষিবিদ গ্রুপের ভূমিকা সারা দেশ ছড়িয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ সীড এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার