হোম > সারা দেশ > কুমিল্লা

ক্রেতা সেজে পশুর হাটে ম্যাজিস্ট্রেট, বিশেষ পদ্ধতিতে ওজন বাড়ানোর সময় আটক ৯

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামের একটি পশুর হাটে বিশেষ পদ্ধতিতে পশুর ওজন বাড়ানোর সময় ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার ছাগলের মুখে পাইপ দিয়ে পানি ঢুকিয়ে ওজন বাড়ানোর সময় হাতেনাতে তাঁদের আটক করা হয়। তা ছাড়া পশুর পেটে পানি ঢোকানোর সরঞ্জামসহ ৬৮টি ছাগল জব্দ করা হয়।

এলাকাবাসী জানান, দক্ষিণ কুমিল্লার সবচেয়ে বড় পশুর হাট চৌদ্দগ্রামের মিরশানী বাজার। দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতারা এখানে গরু-ছাগল নিয়ে আসেন। প্রতি বুধবার এখানে পশুর হাট বসে। ওই হাটে প্রতারণা সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হলে আজ সকালে হাট বসার আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেন ক্রেতা সেজে বাজারে হাজির হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী প্রতি বুধবার মিরশানী বাজারের পেছনের নির্জন স্থানে ছাগলের মুখে পাইপ দিয়ে পানি ঢুকিয়ে ওজন বাড়ান। এতে ছাগলগুলোর পেটে অতিরিক্ত পানি জমে ওজন বেড়ে যায়। ক্রেতারা পশু পরিপুষ্ট ও সুস্থ মনে করলেও কয়েক দিন পর সেগুলো মারা যায়। তাতে ক্রেতারা ক্ষতির সম্মুখীন হন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এভাবে ছাগলের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। যা প্রাণী সংরক্ষণ আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মিরশানী বাজারে এ ধরনের অনিয়মের বিষয়ে অনেক দিন ধরে অভিযোগ পাচ্ছিলাম। আজ নিজেই ক্রেতা সেজে বাজারে গিয়ে ৯ জনকে হাতেনাতে আটক করি। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার