হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ কর্মসূচির শুধু খিচুড়ি ভোজ করতে দিল প্রশাসন

কুবি প্রতিনিধি

প্রশাসনের সিদ্ধান্ত বদলের পর খিচুড়ি ভোজ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে আগামী রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। তবে পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

পরবর্তীতে মিটিং করে আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ অনুষ্ঠানের খিচুড়ি ভোজের অনুমতি দেয় প্রশাসন। তবে, অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের অনুমতি দেয়নি।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নিয়ে মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কুবিতে খিচুড়ি ভোজ অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘আয়োজন করা এতগুলো খাবার নষ্ট হবে ভেবে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে শুধু ভোজের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছে। তাই সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।’

এদিকে, ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ অনুষ্ঠানটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হচ্ছে দাবিতে প্রচার করা হলেও সার্বিক তত্ত্বাবধানে সমন্বয়কদের থাকতে দেখা যায়।

এ নিয়ে আয়োজক এবং বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অন্যতম একজন জান্নাতুল ইভা বলেন, ‘এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই হচ্ছে।’

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক