হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে সাবেক ছাত্রলীগ নেতাসহ ২ জনকে চাকরিচ্যুত

কুবি প্রতিনিধি 

জাহিদুল আলম ও রেজাউল ইসলাম। ছবি: সংগৃহীত

চাকরিতে অনুপস্থিত থাকার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষক ও কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেট সভায় তাঁদের চাকরিচ্যুতির এই সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রেজাউল ইসলাম মাজেদ দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একইভাবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল আলমও দীর্ঘদিন ধরে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছিলেন না এবং বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। নিয়মিত অনুপস্থিত ও চাকরির শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিন্ডিকেট সভায় তাঁদের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সিন্ডিকেট সভার সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ইংরেজি বিভাগের যে শিক্ষক আছেন, তিনি ছয় বছর ধরে শিক্ষাছুটিতে আছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করা হয়েছিল।

ফ্যাক্ট ফাইন্ডিং জানতে পেরেছে, তিনি বিদেশে চাকরিরত রয়েছেন। তাই তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি ওই কর্মকর্তা অনেক দিন ধরে অনুপস্থিত। সব প্রক্রিয়া অনুসরণ করে দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার