হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা এখন মিছিলের শহর

রেজা করিম, কুমিল্লা থেকে

সাংগঠনিক বিভাগ কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আগামীকাল শনিবার বেলা ১১টায় গণসমাবেশের কার্যক্রম শুরু হবে। সমাবেশ সামনে রেখে আগে থেকেই কুমিল্লায় আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা।

আজ শুক্রবার শহরের কান্দিরপাড়ের টাউন হল মাঠে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মীকে মিছিল করতে দেখা যায়। সমাবেশস্থল টাউন হল মাঠেই জুমার নামাজ আদায় করেন নেতা-কর্মীরা। কেন্দ্রীয় নেতারাও সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে নামাজ আদায় করেন।

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের পর থেকেই নেতা-কর্মীরা একের পর এক মিছিল নিয়ে টাউন হল মাঠে আসছেন। বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব মিছিলের বহরে পুরো কুমিল্লা মিছিলের শহরে পরিণত হয়েছে। এ সময় দূরদূরান্ত থেকে পিকআপ ভ্যানে করেও নেতা-কর্মীদের আসতে দেখা যায়। মিছিলের পরে মিছিল এখন কুমিল্লা শহরের বিভিন্ন সড়কে। দলের নেতা-কর্মীদের মুক্তি ও সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হচ্ছে এসব মিছিল থেকে।

নামাজের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা গণসমাবেশের দলনেতা বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের জানান, এবার পরিবহন ধর্মঘট ডাকা না হলেও সমাবেশে আসতে যাত্রাপথে নানাভাবে কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানোসহ হয়রানি করা হচ্ছে।

বুলু বলেন, ‘বিএনপির নয়, এই সমাবেশ জনগণের। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সমাবেশ সফল হবে। বাধা দিয়ে কোনো কাজ হবে না।’

এর আগে সকালে গণসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে সরকারকে লাল কার্ড দেখানোর হুমকি দেওয়া হয়। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কুমিল্লা বিভাগের প্রায় প্রতিটি জেলা-উপজেলায় গণসমাবেশকে কেন্দ্র করে সরকারি দল ও পুলিশ নারকীয় তাণ্ডব চালাচ্ছে। তবে তারা যতই নির্যাতন-নিপীড়ন করুক, কুমিল্লা বিভাগবাসীকে আগামীকাল কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। কুমিল্লা ঐক্যবদ্ধ মুক্তিকামী জনতা আগামীকাল ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে শেখ হাসিনার অনির্বাচিত অবৈধ সরকারকে লাল কার্ড প্রদর্শন করবে।’

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার