হোম > সারা দেশ > কুমিল্লা

সৎভাইকে হত্যার অভিযোগে ভাই গ্রেপ্তার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ড্রাম ট্রাকের ভেতর থেকে মাইনুদ্দিন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। আজ সোমবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত ব্যক্তির সৎভাই ড্রাম ট্রাকের চালক রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইনুদ্দিনকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল রোববার দাউদকান্দির পৌর বালুমহাল ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নতুন ফেরিঘাট এলাকায় মাহবুব খন্দকারের বালুর গদির সামনে থাকা ড্রাম ট্রাকে মরদেহের সন্ধান পায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা বলছে, চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে রাসেল স্থানীয় ব্যবসায়ী মাহবুব খন্দকারের বালুমহালে একটি ড্রাম ট্রাকের চালক হিসেবে কাজ করতেন। সহযোগী ছিলেন তাঁর সৎভাই মাইনুদ্দিন। উপজেলার আমিরাবাদ এলাকায় ড্রাম ট্রাক থেকে বালু আনলোড করে ফেরার সময় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিনের গলা চেপে ধরলে ঘটনাস্থলেই মাইনুদ্দিন মারা যান। পরে মরদেহ গাড়িতে রেখে কৌশলে পালিয়ে যান রাসেল। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান রাসেলকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর আসামি রাসেল নিজে তাঁর ভাইকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ বিষয়ে রাসেলকে প্রধান আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক