হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার চান্দিনা বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার চান্দিনা বাজারে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাজারে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দুই শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ।

অভিযান চলে দুপুর পর্যন্ত। যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন।

স্থানীয়রা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর রাজনৈতিক প্রভাবে একটি চক্র আবারও স্থাপনা গড়ে তোলে। এতে মহাসড়কের যানজটের কোনো স্থায়ী সমাধান হয় না। ঘুরেফিরে মহাসড়কে দুর্ভোগ লেগেই থাকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন জানান, এবার তালিকা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কিছুদিন আগে নিমসার বাজার, আজ চান্দিনা বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তারপর দাউদকান্দির গৌরীপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যাগে স্থায়ীভাবে কিছু করার পরিকল্পনা রয়েছে। যাতে অবৈধ স্থাপনা আবার গড়ে না উঠে।

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ