হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় চোরাই পথে আসা ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় বিভিন্ন বাজি, কসমেটিকস ও চিনি জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। তবে টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফারুক কামালের নেতৃত্বে বিজিবি সদস্যরা এতে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় রঙিন বাজি ১ হাজার ৫৫০টি, কিং কোবরা বাজি ৩৩ হাজার ৬০০টি ও ১ হাজার ১৫০ কেজি চিনি জব্দ করা হয়। এসব জব্দ করা পণ্যের বাজারমূল্য ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। পরে জব্দকৃত মালামাল বিজিবি হেফাজতে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যান চোরাচালানকারীর দল। তাঁরা ট্রেনে চোরাই পণ্য তুলে দেন। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বাজিসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ