হোম > সারা দেশ > কুমিল্লা

কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ ছাত্রসহ আহত ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা থেকে ঈদের ছুটিতে চৌদ্দগ্রামে এসে কিশোর গ্যাংয়ের হামলায় দুই জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার বাতিসা হাইস্কুলের পেছনে সর্দার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন; ঢাকা মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী দক্ষিণ ফালগুনকরা গ্রামের আবুল খায়েরের ছেলে মাহফুজুর রহমান মিনহাজ ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে সামির।

এ ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার শাকিল, সাগর, শুভ, রাকিব, শাওন, মেহেদী, রিফাত, আপনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান মিনহাজ ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসে। শুক্রবার বিকেলে সে তার কয়েকজন বন্ধু নিয়ে বাতিসা হাইস্কুল এলাকায় ঘুরতে যায়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য শাকিল, সাগর ও রাকিবের নেতৃত্বে কয়েকজন পথে বেরিকেড দিয়ে মিনহাজ ও তার বন্ধুদের উপর চড়াও হয়। কথা কাটাকাটির একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করে। খবর পেয়ে আবুল খায়ের গ্রামের লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার ছেলে মিনহাজ ও খোকন মিয়ার ছেলে সামিরকে উদ্ধার করে। পরে তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

চৌদ্দগ্রাম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান বলেন, ‘দক্ষিণ ফালগুনকরা বাতিসা এলাকায় হাঁটতে গেলেই কিশোর গ্যাংয়ের সদস্যরা কোন কারণ ছাড়াই দুইজনের উপর আক্রমণ করে। এটার সুষ্ঠু সমাধানের প্রয়োজন।'

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের