নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ধনুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে নৌকা প্রতীকের এই কর্মীকে জরিমানা করা হয়।
গতকাল রাতে জয়পুর ইউনিয়নে নৌকা প্রতীকের একাধিক নির্বাচনী অফিস (ক্যাম্প) স্থাপন করার দায়ে দেলোয়ার হোসেনকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এই আদালত পরিচালনা করেন হোমনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান।
সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন করে এক ইউনিয়নে একাধিক নির্বাচনী অফিস স্থাপন করার দায়ে নৌকার কর্মী মো. দেলোয়ার হোসেন ধনুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’