হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে অটোরিকশার ধাক্কায় জনস্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি শহীদনগরে অটোরিকশার ধাক্কায় এস এম আব্দুস সাত্তার নামে এক জনস্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু হয়েছেন। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর ফুটওভার ব্রিজের উত্তর পাশের সড়কে ঘটনাটি ঘটে। 

নিহত এস এম আব্দুস সাত্তার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নলকূপ মেকানিক ও সুন্দলপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর ফুটওভার ব্রিজের উত্তর পাশে উল্টোদিক থেকে আসা একটি অটোরিকশা আব্দুস সাত্তারকে (৫৮) সজোরে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে আহত হন তিনি। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে দ্রুত গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। 

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওরীন সুজানা আজকের পত্রিকাকে বলেন, ‘মাথায় আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করেছিলাম। নেওয়ার পথেই মারা যান, পরে স্বজনেরা আবার এখানে নিয়ে আসে।’ 

উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. তারেক রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় নলকূপ মেকানিক আব্দুস সাত্তারের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে।’ 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার