হোম > সারা দেশ > কুমিল্লা

কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক বললেন কুবি প্রক্টর

কুবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক বলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। আজ রোববার সকালে তাঁর অফিসে ছাত্রলীগের একাংশের নেতাদের তালা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে একপর্যায়ে তিনি এ কথা বলেন।

প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘কে বা কারা তালা দিয়েছে, আমরা এখনো শনাক্ত করতে পারিনি। এখানে গুটিকয়েক স্টুডেন্ট ছিল। তবে এখানে কোটাবিরোধী আন্দোলনে যারা আছে, তারা তাদের যে যৌক্তিক আন্দোলন করছে, তাদের মাঝে কেউ এখানে ছিল না বলে জানতে পেরেছি। তো আমরা সকলের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে পারব।’

এর আগে ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, সেটির জন্য প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আগামী কমিটিতে পদপ্রত্যাশী এনায়েত উল্লাহর ২৫-৩০ জন অনুসারীকে ক্যাম্পাস গেট থেকে প্রক্টরের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে দেখা যায়। পরে তাঁরা প্রক্টর অফিসে তালা দেন।

এ বিষয়ে কোটা আন্দোলনকারীদের সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান বলেন, ১১ জুলাই প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও তাঁরা এখনো পুলিশ প্রশাসনের কাছে এ হামলার বিচার চান এবং কোটা পদ্ধতির সংস্কার চান। এখানে প্রক্টরের পদত্যাগের কোনো বিষয় নেই।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক