হোম > সারা দেশ > কুমিল্লা

আইসিইউতে অচেতন মাহতাব, কান্না থামছে না বাবার

কুমিল্লা প্রতিনিধি  

মাহতাব রহমান ভূঁইয়া। ছবি: সংগৃহীত।

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৫) মৃত্যুর সঙ্গে লড়ছে। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে অচেতন হয়ে পড়ে রয়েছে সে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অসহায় বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বারবার ছেলের নাম ধরে কাঁদছেন—‘ওগো আল্লাহ, আমার একমাত্র পোলারে বাঁচায়া দাও!’

মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির সন্তান। তারা রাজধানীর উত্তরায় একটি ভাড়া বাসায় থাকে। মাহতাব মা-বাবার একমাত্র সন্তান। বাবা মিনহাজুর রহমান পেশায় বেসরকারি চাকরিজীবী।

মাহতাবের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অবস্থা খুবই সংকটজনক। দগ্ধ শরীরে এখনো তার জ্ঞান ফেরেনি। হাসপাতালের কাচের জানালার ওপাশে নিঃসাড় হয়ে পড়ে রয়েছে ছোট ছেলেটি, আর এ পাশে তার মা-বাবা চোখ ভিজিয়ে বসে আছেন চুপচাপ—কোনো কিছু করার নেই তাঁদের।

ঘটনার দিন সকালেও প্রতিদিনের মতো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন বাবা মিনহাজুর। বাবার হাত ধরে স্কুলে ঢোকার সময়ের সেই শেষ হাসিটাই যেন এখন বারবার ভেসে উঠছে চোখে। মাত্র ১০-১৫ মিনিট পরেই যেন পৃথিবীটাই পাল্টে গেল তাঁদের জন্য।

মাহতাবের বাবা মিনহাজুর রহমান বলেন, ‘ডাক্তাররা শুধু বলেছেন, অবস্থা খুব খারাপ। কিছু বলা যাচ্ছে না। আমি আল্লাহর কাছে, দেশের মানুষের কাছে দোয়া চাই। আমার একমাত্র ছেলেকে যেন ফিরে পাই। ওকে ছাড়া কিছু ভাবতেই পারছি না।’

প্রসঙ্গত, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের পাশে বিমানবাহিনীর একটি পুরোনো প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার