হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার ভোরে কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার দুপুরে নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

র‍্যাব জানায়, চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ধরতে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোমবার ভোরে কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা এলাকা থেকে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের একজন মো. খন্দকার মফিজুর রহমান (৫২)। তিনি চৌদ্দগ্রামের শিলরী গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। গ্রেপ্তার হওয়া অপর আসামি মো. রেজাউল করিম বাবলু (৪২)। তিনি চৌদ্দগ্রামের আলকরা এলাকার নজির আহম্মদের ছেলে।

উল্লেখ্য কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে গত রোববার নয়জনকে মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, স্থানীয় আলকরা ইউপির ওই সময়কার চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বাচ্চুর সঙ্গে আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ২০১৬ সালের ৮ জানুয়ারি ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জামালের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে মামলা করেন।

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২