হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা হত্যা: ৩ জনকে আসামি করে মামলা 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে তিতাস থানায় হত্যা মামলা করেছেন। 

মোস্তফা কামাল উপজেলার নারান্দিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

নিহতের ছোট ভাই আবুবকর ছিদ্দিক বলেন, আড়াই বছর আগে একই গ্রামের সাইদুরের সঙ্গে তাঁর ভাইয়ের ঝগড়া হয়। সেই থেকে বিভিন্ন সময় সাইদুর মোস্তফা কামালকে হত্যার চেষ্টা করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান ও মোস্তফা কামাল এলাকায় নানা অপরাধের সঙ্গে যুক্ত আছেন। তাস খেলার কথা বলে মোস্তফাকে গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাইদুর রহমান। পরে নয়াচর এলাকায় নিয়ে মোস্তফার গলায় ছুরিকাঘাত করেন। চিৎকারে শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সাইদুর পালিয়ে যায়। 

তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা পাঁচ–ছয়জনকের আসামি করা হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, পুলিশ আলামত সংগ্রহ করেছে। মোস্তফার বিরুদ্ধে পাঁচটি ও সাইদুরের বিরুদ্ধে চারটি চুরি–ডাকাতির মামলা রয়েছে।

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা