হোম > সারা দেশ > কুমিল্লা

দুই কৃষকের হাতাহাতিতে একজনের মৃত্যু

তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাসে দুই কৃষকের হাতাহাতিতে হরে কৃষ্ণ (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৯টায় উপজেলার জগতপুর ভাটিপাড়া গ্রামে। 

নিহত হরে কৃষ্ণ ভাটিপাড়া এলাকার মৃত গোবিন্দ সাহার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহত হরে কৃষ্ণ সোমবার সকালে তার বাড়ির সামনে নিজের ফসলি জমি ধান খেত থেকে ঘাস আনতে যায়। একই সময় ওই ইউনিয়নের তালুক পাড়ার মৃত নুরু মিয়ার ছেলে মজিব মিয়াও ঘাস কাটতে যায়। তাদের দুইজনের জমি পাশাপাশি। এ সময় হরে কৃষ্ণ ঘাস কেটে দুই জমির মাঝ খানের আইল দিয়ে ঘাস আনতে গেলে মজিব তার খেতের ধান নষ্ট হয়েছে দাবি করে হরে কৃষ্ণকে প্রথমে গালাগালি করে। পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মজিব হাতে থাকা ঘাস কাটার কাচি দিয়ে হরে কৃষ্ণের বাম হাতের কব্জিতে কুপ দেয়। 

পরে হরে কৃষ্ণ বিষয়টি এলাকার বিচারক ও মজিবের ভাইদের কাছে বিচার নালিশ করে বাড়ি ফেরার সময় কফিল উদ্দিন মাস্টারের বাড়ির সামনে রাস্তায় এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। 

তখন স্থানীয়রা হরে কৃষ্ণের মাথায় পানি ঢালে এবং তার ছেলেদের খবর দিলে তারা এসে বাবাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত হরে কৃষ্ণের ছেলে হেলান চন্দ্র বলেন, মজিবর আমার বাবাকে মেরে ফেলেছে আমি আমার বাবা হত্যার বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা জামান আশিক বলেন, সকালে মারামারি ঘটনায় আহত হয়ে হর কৃষ্ণ নামের একজন রোগী আসছিল। তবে আমরা চিকিৎসা দেয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার