বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনারা জনগণের কণ্ঠের ভাষা বোঝেন না, জনগণ বলে এই মুহূর্তে দরকার গণতান্ত্রিক সরকার, আর আপনারা গোপন মিটিং করে বলেন সারা জীবন দরকার শেখ হাসিনা সরকার।’
আজ শুক্রবার কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়ে বিএনপি কার্যালয়ের সামনে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সারা জীবন না হলে কি বিদেশে বাড়ি–গাড়ি করা যায়, অল্প টাকা বেতন পেয়েও ছেলে মেয়ে আমেরিকায় লেখাপড়া করানো যায়। বেগম পাড়া বাড়ি করেছেন, আমেরিকায় যাবেন মালয়েশিয়ায় সেটেল হবেন। সরকার গেলে কোথাও ঠাঁই পাবেন না।’
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।