হোম > সারা দেশ > কুমিল্লা

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান মারা গেছেন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ১৪ দলের সমন্বয়ক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যক্ষ আফজল খান ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আফজল খানের বড় মেয়ে সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা। তিনি জানান, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন আফজল খান। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে থেকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। সদ্যপ্রয়াত বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা।

তাঁর বড় ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ইমরান খান জানান, বুধবার বেলা ১১টায় আফজল খানের নিজ বাসভবন ঠাকুরপাড়া খান বাড়ি জামে মসজিদে প্রথম ও বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে যান।

এদিকে অধ্যক্ষ আফজল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সহসভাপতি স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকসহ কুমিল্লার বিভিন্ন আসনের সাংসদ এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার