আগামীকাল রোববার হেফাজতে ইসলামের বাংলাদেশের ডাকা হরতাল প্রত্যাখান করে হোমনায় হরতাল বিরোধী মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা স্থানীয় এমপির রাজনৈতিক কার্যালয়ে এসে জমায়েত হন। সেখান থেকে হরতাল বিরোধী মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উপজেলা পরিষদ সামনের সড়কে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবলীগ সভাপতি নজরুল ইসলাম সেক্রেটারী কায়সার আহমেদ ব্যাপারী, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, যুবলীগ নেতা বকুল মিয়া ও মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ।