হোম > সারা দেশ > কুমিল্লা

বাবার কাছে পাওনা টাকার জন্য কিশোরকে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩ 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে বাবার কাছে পাওনা ৪৫০ টাকার জেরে সাহেদ হোসেন ওরফে শান্ত (১৪) নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা ইউসুফ চারজনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই এ মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হয়। 

গত মঙ্গলবার এ ঘটনা ঘটে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভৈরবপুর এলাকায়। এদিকে গতকাল রাতে এ ঘটনার ভিডিও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আলম বলেন, উপপরিদর্শক (এসআই) শরীফ রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি একজনকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে আমাদের টিম। শিগগিরই তাকেও গ্রেপ্তার করা হবে। শনিবার তাদের আদালতে হাজির করা হয়।’ 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—নাহিদুল ইসলাম (২০), নাজমুল হোসেন (২৩), জসিম উদ্দিন (২৭)। 

বুড়িচং থানার পুলিশ ও স্থানীয়রা বলছে, শান্ত বাকশীমূল ইউনিয়নের ভৈরবপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। কিছুদিন আগে শান্তর বাবা ইউসুফ মিয়া একই গ্রামের দুলু মিয়ার ছেলে নাহিদুলের কাছ থেকে একটি খাট কিনে নেন। এরই ৪৫০ টাকা বকেয়া ছিল। ঈদের কয়েক দিন আগে ব্যবসায়ী নাহিদুল শান্তদের বাড়ি গিয়ে বকেয়া টাকার জন্য গালমন্দ করেন। এতে ইউসুফ মিয়া সপ্তাহখানেক পরে টাকা পরিশোধ করবেন বলে জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে ঈদের দিন বিকেলে ইউসুফের ছেলে শান্তকে রাস্তা থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন নাহিদুল ও তাঁর সঙ্গীরা। এ ঘটনার ভিডিও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

নির্যাতনের শিকার শান্তর বাবা ইউসুফ মিয়া বলেন, ঈদের দিন মঙ্গলবার শান্ত ঘুরতে বের হলে ফার্নিচার ব্যবসায়ী নাহিদুল, তাঁর ভাই নাজমুল এবং সঙ্গে থাকা আনোয়ার ও জসিম তার বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টানে-হিঁচড়ে নাজমুলের বাড়িতে নিয়ে যান। পরে গাছের সঙ্গে বেঁধে তাকে অমানবিক নির্যাতন করেন। এ সময় স্থানীয় লোকজন মারধরের ভিডিও ও ছবি তুলে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি সচিব ও গ্রাম পুলিশ সেখান থেকে শান্তকে উদ্ধার করে। 

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক