প্রতিনিধি, বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মো. আবুল বাশার (৫৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
আজ শুক্রবার সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ি মধ্যম শাহ দৌলতপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আবুল বাশারের মৃত্যুতে ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার শোক প্রকাশ করেছেন।