কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
এঁরা হলেন আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামের আলী হাসান রিয়াদ (৩০) ও চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের মো. শামীম (২৮)।
আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাসনগাছা মীম হাসপাতালের সামনে থেকে আলী হাসান রিয়াদকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শামীমকে একই এলাকা থেকে আটক করা হয়।
পরে অভিযান চালিয়ে শামীমের বাড়িতে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়। তাঁদের দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।