হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার তিতাসে বৃদ্ধকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে নবী হোসেন (৬৪) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে তাঁর ভাতিজা আব্দুল আউয়ালকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি মো. মজিবুর রহমান বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল আউয়াল তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আবদুর রবের ছেলে ও নিহত নবী হোসেনের আপন ভাতিজা।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার এক মামলায় আবদুল আউয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিজের চাচা নবী হোসেনকে সন্দেহ করে তাঁর ওপর ক্ষিপ্ত হন আবদুল আউয়াল। পরে জামিনে বের হয়ে ২০২০ সালের ২৪ মে পরিকল্পিতভাবে নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন তিনি।

এ ঘটনায় ওই দিনই তিতাস উপজেলার কৈয়ারপাড় গ্রামের নিহত নবী হোসেনের ছেলে রাসেল (২৬) বাদী হয়ে জ্যাঠাতো ভাই আবদুল আউয়ালসহ অজ্ঞাতপরিচয় দুজনের বিরুদ্ধে মামলা করেন। তবে পুলিশ অজ্ঞাতপরিচয় দুই আসামির সন্ধান পায়নি।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি মো. মজিবুর রহমান বাহার আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক