হোম > সারা দেশ > কুমিল্লা

এসএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ, ৪ শিক্ষককে প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চবিদ্যালয়ের চার শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ শনিবার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই চার শিক্ষক বাতাইছড়ি উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নিষেধ থাকা সত্ত্বেও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। তাঁদের কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে প্রত্যাহার করেন কেন্দ্রসচিব মোহাম্মদ উল্লাহ। 

প্রত্যাহার করা শিক্ষকেরা হলেন মুগগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী, হরিপুর আগানগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়াল, মো. হাসান সাইদ ও শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় চন্দ্র দে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একই কেন্দ্রের পরীক্ষার্থী মো. আরমান হোসাইন উজ্জ্বলকে বহিষ্কার করা হয়। 

মুগগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী বলেন, ‘তাড়াহুড়া করে পরীক্ষার হলে যেতে গিয়ে ভুলবশত মোবাইল ফোন নিয়ে প্রবেশ করি। মোবাইল ফোনের বিষয়টি খেয়াল ছিল না।’ 

বাতাইছড়ি উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব মোহাম্মদ উল্লাহ বলেন, ‘পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ আছে। তাঁরা চারজনই মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন ও দায়িত্বে অবহেলা করেছেন। তাই তাঁদের এবারের এসএসসির সকল পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানো হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা চলাকালীন আমরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে যাই। পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ করায় ওই চার শিক্ষককে প্রত্যাহারের জন্য কেন্দ্রসচিবকে বলা হয়েছে।’ 

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত