কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. মাসুদ আলম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই হাজী মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এ সময় মাসুদ আলমের কাছ থেকে চার বস্তা ভারতীয় চকলেট বাজি ও ব্যাটারি বাজি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা।
আটক মাসুদ আলম জেলার মুরাদনগর উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, আটক চোরাকারবারি মাসুদ আলমের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।